একমাত্র বাংলাদেশি হিসাবে এ বছর সিঙ্গাপুরের সাইলেন্ট হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হলেন 24asia-এর এম্বাসেডর আব্দুস ছাত্তার।
একমাত্র বাংলাদেশি হিসাবে এ বছর সিঙ্গাপুরের সাইলেন্ট হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হলেন 24asia-এর এম্বাসেডর আব্দুস ছাত্তার।
কিশোরগঞ্জের সন্তান আব্দুস ছাত্তার দীর্ঘ ১১ বছর ধরে সিঙ্গাপুরে কর্মরত আছেন এবং বর্তমানে একটি লজিস্টিকস কোম্পানিতে ওয়্যারহাউস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। তিনি একজন স্নেহশীল পিতা – এক ছেলে ও দুই যমজ কন্যার বাবা।
গত দুই বছর ধরে তিনি 24asia-এর ট্রেনিং ডিপার্টমেন্ট লিড হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু গত এক বছরেই নাজমুল খানের তত্ত্বাবধানে তিনি ১,৫০০-এরও বেশি অভিবাসী ভাই-বোনকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করেছেন। এর আগে তিনি Migrant Workers’ Centre (MWC) এর সাথেও সক্রিয়ভাবে কাজ করেছেন।
End 14 Oct, 2025